একুশ আমার আলী হোসেন একুশ আমার - আলী হোসেন একুশ আমার একুশ তোমার একুশ বাঙালির, একুশ আমায় কাঁদায় হাসায় একুশ কাঙালির। একুশ আমার ভালোবাসার মায়ের বুকের দুধ, একুশ আমার জীবন-মাসের সোম-মঙ্গল-বুধ...। একুশ আমার স্বপ্ন দেখায় একুশ আমার সুখ, একুশ শেখায় তুলতে মাথা জুড়তে ভাঙা-বুক। একুশ আমার জন্য আনে ভালোবাসার ফুল, একুশ আমার জন্য কাঁদে একুশ ভাঙায় ভুল। একুশ আমার পিঠে-পুলি পান্তা ভাতে নুন, একুশ আমার আপন যেন মায়ের পেটের বুন। একুশ আমার বেড়ে ওঠার মন্ত্রণাতে ভরা, একুশ আমার খুনসুটিতে সন্ধ্যারাতের তারা। একুশ তোমার জন্য কথা বলি রাষ্ট্রসংঘে, একুশ আমার মাকে চেনায় বিশ্ববাসীর সংগে। ----------xx--------- প্রথম প্রকাশ : ছড়াপত্রিকা/১৩০ পাতা, ষোড়শ সংখ্যা, ফেব্রুয়ারি ২০১২, বাংলাদেশ প্রকাশক, মাহবুবুল হাসান পাঠকের মতামত দেখুন ফেসবুকে
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...