কবি নজরুল ইসলামকে নিয়ে ছড়া প্রণমি নজরুল - আলী হোসেন শিকল ভাঙার শব্দ শোনাও বজ্রকণ্ঠে তুমি সেই কন্ঠে কন্ঠ মেলায় বন্দি মাতৃভূমি তোমার কণ্ঠে ভীষণ সূর্য ভয় পেয়ে যায় চুমি তাতেই মাথা নোয়ায় দস্যু তোলে ভারতভুমি ঝরছে পাতা ঝরছে ফুল বসন্ত নেই সঙ্গে তুমিই গাইলে মিলন গাথা বাঁধন হারা বঙ্গে আজও বাঁধি ছন্দ-সুরে তোমার অনুষঙ্গে তবুও হয় শিকড় ছেঁড়ার গান তো নানা রঙ্গে তোমার গানে বৃষ্টি নামে মরুর শুকনো বুকে সেই বৃষ্টিই ভাসায় ভেলা ভাসি মনের সুখে মনের অসুখ কাটাই নিয়ে প্রেমের বীণা বুকে সাহস করে সামনে চলি সরিয়ে ভীষণ দুখে প্রেম-সানাই বাজিয়ে তুমি বাঁধলে বিষের বাঁশি বিভেদ ভুলে শুধরে দিলে ভুল যে রাশি রাশি সাম্যের গান গাইলে কেউ হাসলে কুটিল হাসি মিশিয়ে নর এবং নারী বললে ভালোবাসি নর ও নারী পরাগ-রেণু নয় তো অন্য কিছু দু'য়ের মিলন জীবন গড়ে হয় না ভিন্ন কিছু জীবনবীণা বাজিয়ে তুমি গাইলে অনেক কিছু তাই তো তোমায় সামনে নিয়ে হাঁটছি পিছু পিছু রঙ চটেছে ছবির ফ্রেমে নয় সে চোখের ভুল তোমার স্বপ্নে বিভোর দুটো এক বৃন্তের ফুল শিউলি ফোটা সকাল যখন সংগতে বুলবুল গানের বীণায় তোমায় ভাবি প্ৰণমি নজরুল ---------//------- গতকাল লেখা (২৫/০৫/২০২১...
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------