যে যায় লঙ্কায় আলী হোসেন চ্যাং বলে ব্যাঙকে, কেন ডাকিস ঘ্যাঁঘো কান-মাথা ধরে যায় ডেকে যাস ম্যা-গো ব্যাঙ বলে শোন্ চ্যাঙ চোখ কান খুলে বেশি কথা বলবি তো দেবো কান মুলে এ রাজ্যের রানি আমি, রাজা তাই বর প্রজা হয়ে দোষ ধরিস, তুই তো বর্বর! চ্যাং বলে, সেকি কথা আইন তো জোর ডেসিবেল মেনে চলা উচিৎ না তোর!! ব্যাঙ বলে, আরে বোকা দেখ তুই চোখে অহেতুক মরলি তো শুধু বকে-শোকে যে রাজা করে আইন ভাঙে সেই জন না জানলে জান আগে, শোন দিয়ে মন চ্যাং বলে শোন্ ব্যাঙ আইন তো সবার সেটাই তো মেনে হবে, যা কিছু হবার ব্যাঙ বলে শোন্ চ্যাং বকিস না মেলা চারিদিকে ঘোরে দেখ মোর চেলাবেলা আইন যে করে জানিস তার অধিকার আইনকে মানা কিম্বা তাকে বধিবার চ্যাং বলে, শোন্ ব্যাঙ তুই হ’লি রানি আমরা মানছি বলে তুই হলি মানি রানি বলে চুপ যা, কথা শোনে মা-বোন যে-ই যায় লঙ্কায় সে-ই হয় রাবণ ---------xx--------
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলাম খাবার নাম মাছভাজা হল ফিসফ্রাই আর সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ, নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট এলো, চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার মাল পাঁচে নিলাম স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে