আজ, নতুন বছর তোমার জন্য হাঁটছি একা একা ভয়ের কাছে জীবন বাজি রাখছি দেখে নতুন পাঁজি লড়ছি সবাই একলা বসে লিপিড লেয়ার পড়বে খসে কাল, করোনার ভয় কাটিয়ে তুমি দেবেই দেবে দেখা। নতুন বছর নতুন আশা, মনের আকাশ জুড়ে ঘন মেঘের আড়াল থেকে নতুন আলো পড়ুক ঝেঁকে সেই আলোতে নাচুক রাধা করোনার চোখ পড়ুক বাঁধা নতুন আলোয় মুক্তি আসুক কৃষ্ণপ্রেমে মুড়ে। উৎস : ফেসবুক
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------