কয়েক বছর আগে রংধনুকে নিয়ে লেখা ছড়া। ওর জন্মদিনে লিখেছিলাম। তাই দিয়েই আবার তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ভালো থেকো সোনামণি.... রঙধনু তুই আকাশ থেকে এলি নানা রঙে রাঙিয়ে দিয়ে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ছোট্ট মনে রঙ মাখিয়ে দিলি রঙধনু তুই আকাশ থেকে এলি রঙ দিলি তুই ফুলের গায়ে দেখলো সে ফুল আমার মায়ে মায়ের মনে স্বপ্ন এঁকে দিলি রঙধনু তুই আকাশ থেকে এলি মিষ্টি চোখের দৃষ্টিতে কালো মেঘের বৃষ্টিতে মনের কালি সবটা ধুয়ে দিলি রঙধনু তুই মায়ের কোলে এলি মায়ের আঁচল ভরিয়ে দিয়ে বুকের ব্যাথা সরিয়ে দিয়ে নতুন দুটি মনের মাঝে সেতুবন্ধ হলি রঙধনু তুই বাপের মনে এলি ছোট্ট দুটি ঠোটের ফাঁকে কিম্বা কোনো আঁধার বাঁকে হারিয়ে পাওয়া মানিক হয়ে গেলি হারিয়ে পাওয়া মানিক যে মা রঙধনু তোর প্রাণে সাতরঙা ফুল ফুটে উঠুক ভরুক ভুবন ঘ্রাণে। -------#------ ০৯/০৫/২০১২ উৎস জানতে এখানে ক্লিক করুন বাংলাদেশের বিখ্যাত শিশু সাহিত্যিক জুলফিকার শাহাদাৎ এর মেয়ে রংধনুর জন্মদিনে তাকে উদ্দেশ্য করে লেখা ছড়া।
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------