একলা হলে - আলী হোসেন
একলা হলে : আলী হোসেন |
তাতে কী শিশির ভেজা সুবাস আছে
পাতায় মুড়ে
ভেবো, একটু একলা হলে
তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে
লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা
বুকটা জুড়ে
ভেবো, একটু একলা হলে
তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে
একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে
মাখবে বলে
ভেবো, একটু একলা হলে
তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে
আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে
একলা হলে
বোলো, একটু সময় পেলে
তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে
তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা
সময় পেলে
ভেবো, একটু একলা হলে
আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে
রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত
একলা হলে
ভেবো, তুমিও সময় পেলে
আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে
তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে
একলা হলে
ভেবো, একটু সময় পেলে।
------------xx-----------
খুব সুন্দর হয়েছে। আরও লিখুন।
উত্তরমুছুন"একলা হলে" কবিতাটি গভীর আবেগময় ও মরমী। এটি একাকিত্বের বেদনা ও অনুভূতির গভীরতাকে সুন্দরভাবে তুলে ধরেছে, যা হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
উত্তরমুছুনস্যার, আরও লিখুন।
ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।❤️
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনThis mellifluous poem is as if an incarnation of abstract feelings into a concrete dimension. We are tickled by so many emotions and feelings in our everyday hustle and bustle lifestyle, but we hardly pause for them and care. You offered a scope of change and an opportunity to break this cycle. This poem is a way of understanding our own feelings and emotions. They are as if alive entities. Wonderful Sir!
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ। ছড়া কবিতাটি মন দিয়ে পড়া ও মতামত জানানোর জন্য।
মুছুন