তুমি ই স্বামী তুমিই পিতা তুমিই দামাল ছেলে তোমার নামে বিশ্ব এদেশ চিনলো দুচোখ মেলে এদেশ নাকি অসভ্যদের নেটিভ নাকি তারা তুমি তাদের ভাঙালে ভুল পুতলে সবুজ চারা এ চারা গাছ চির সবুজ সবুজ পাতায় ভরা তারই ছায়ায় জাগে জীর্ন জেগে ওঠেন জরা তোমার কথায় জাগে তরুণ বাঁচে নতুন আশায় স্বপ্নপুরী হবেই দেশ আজ চষবে জমি চাষায় স্বপ্ন ছিল তোমার এদেশ হবে তোমার আমার মুচি-মেথর মিলবে সাথে জাগবে চাষী-চামার আরও যেসব স্বপ্ন তোমার ছিল মনের কোনে সেসব এখন শুধুই স্বপ্ন হল, ভস্ম গহীনবনে মুচি ও মেথর ভাত পায়না দলিত শিক্ষার আলো সংখ্যালঘু আর যারা সব দেখছে রাতের কালো লাভকে নাকি জেহাদ বলে বাসলে ভালো মানুষ জীবের প্রতি প্রেম হবেনা উড়বে প্রেমের ফানুস এসব কথা তুমি কি বন্ধু কোথাও বলেছিলে? জানেনা কেউ, তবুও তারা জেহাদ বলে দিলে হিন্দুকে তুমি জাতি বললে এরা বলছে ধর্ম এটা মানলেই বাঁচবে মানুষ এটাই বাঁচার বর্ম তুমি বলেছিলে, ঈশ্বর নেই মানুষ ছাড়া আর তার সেবাতেই ঈশ্বর সেবা আমি তো কোন ছার কিন্তু দেখ দেশজুড়ে আজ করছে হুড়োহুড়ি তোমাকে আজ ঈশ্বর বলে করছে কাড়াকাড়ি জানি আমি তুমিও জানো এসব যারা ক...
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------