তুমি ই স্বামী তুমিই পিতা তুমিই দামাল ছেলে তোমার নামে বিশ্ব এদেশ চিনলো দুচোখ মেলে এদেশ নাকি অসভ্যদের নেটিভ নাকি তারা তুমি তাদের ভাঙালে ভুল পুতলে সবুজ চারা এ চারা গাছ চির সবুজ সবুজ পাতায় ভরা তারই ছায়ায় জাগে জীর্ন জেগে ওঠেন জরা তোমার কথায় জাগে তরুণ বাঁচে নতুন আশায় স্বপ্নপুরী হবেই দেশ আজ চষবে জমি চাষায় স্বপ্ন ছিল তোমার এদেশ হবে তোমার আমার মুচি-মেথর মিলবে সাথে জাগবে চাষী-চামার আরও যেসব স্বপ্ন তোমার ছিল মনের কোনে সেসব এখন শুধুই স্বপ্ন হল, ভস্ম গহীনবনে মুচি ও মেথর ভাত পায়না দলিত শিক্ষার আলো সংখ্যালঘু আর যারা সব দেখছে রাতের কালো লাভকে নাকি জেহাদ বলে বাসলে ভালো মানুষ জীবের প্রতি প্রেম হবেনা উড়বে প্রেমের ফানুস এসব কথা তুমি কি বন্ধু কোথাও বলেছিলে? জানেনা কেউ, তবুও তারা জেহাদ বলে দিলে হিন্দুকে তুমি জাতি বললে এরা বলছে ধর্ম এটা মানলেই বাঁচবে মানুষ এটাই বাঁচার বর্ম তুমি বলেছিলে, ঈশ্বর নেই মানুষ ছাড়া আর তার সেবাতেই ঈশ্বর সেবা আমি তো কোন ছার কিন্তু দেখ দেশজুড়ে আজ করছে হুড়োহুড়ি তোমাকে আজ ঈশ্বর বলে করছে কাড়াকাড়ি জানি আমি তুমিও জানো এসব যারা ক...
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...