হিমুর সহজপাঠ
আলী হোসেনের ছড়া : হিমুর সহজপাঠ |
অ
সেই বাড়িতে কে উঁকি দেয়, সুতোয় দিতে গিঁট
আ
আকাশ বলে হেসে হেসে, শোনরে বোকা আলী
মশলায় রাজা মেশায় জানিস দ্বেষ মেশানো বালি
ই
ইদের সিমাই যখন নিমাই মনের সুখে খায়
বুক ভরে যায় কাসেম শেখের রাজায় আঁড়ে চায়
ঈ
ঈশ্বর হাসে এসব দেখে মানুষ বেজায় বোকা
বোঝে না সে আমার নামে শয়তানে দেয় ধোঁকা
উ
উড়ে এসে বিভেদ বাড়ায় সব শোষকের ভাই
মানুষ কবে বুঝবি তোদের পৃথক করি নাই
ঊ
ঊনিশ বিশে ধানের শীষে মোহর ধরায় যারা
ধর্মের ষাঁড় গোলায় ভরে, পায় না খাটে যারা
ঋ
ঋষি মশাই শোনায় শমন, ধর্মেতে নেই মতি
জাহান্নাম আর নরক যে তোর করবে ভীষণ ক্ষতি
এ
এক্কা গাড়ি দেবে ছাড়ি চড়বে হওয়াই গাড়ি
ধর্ম রক্ষায় ক্ষুদ্র জীবন যারাই দেবেন ছাড়ি
ঐ
ঐ দেখা যায় শত্রু তোমার, খড়গ তুলে ধরো
জীবন যদি যায় তবে যাক, ধর্ম রক্ষা করো
ও
ওই দেখা যায় স্বর্গ তোমার বৃথাই খোঁজো সুখ
ধর্ম শত্রুই আসল শত্রু, মারলেই ঘোঁচে দুখ
ঔ
ঔষধ পত্র ছেলের শিক্ষা কিম্বা মেয়ের বিয়ে
এসব কিছুই তুচ্ছ দেখো ধর্মেতে মন দিয়ে
ক
কমল কাকুর মন ভরে যায়, গোলাম আলীর গানে
বোঝায় রাজা জাত যাবে তোর ঢুকলে ও সুর কানে
খ
খলিল চাচার দোকান থেকে কিনলে পোশাক জামা
এদেশ তোমার বিদেশ হবে ব্যাজার হবে শ্যামা
গ
গায়ের পোশাক তৈরি ক'রে রহিম চাচার ছেলে
শ্যামল কাকা বেচলে তা সে পূণ্য কেমনে মেলে?
ঘ
ঘুঁচবে অভাব এমন ভাবলে? প্রশ্ন তুললে খোকা
রাজায় বোঝায় শ্যামের মাথায় ঘুণ ধরেছে পোকা
ঙ
ঙ- এর পাশে ঞ- এর বাসা বসত বহু যুগ
রাজায় বোঝায় সুখের বেড়া ভাঙছে ঙ-র সুখ
চ
চাওয়া পাওয়ার হিসাব ভুলে ঞ-রা চায় আঁড়ে
হিসাব ক’ষে কে কার আগে কোপ বসাবে ঘাড়ে
ছ
ছেলে রাজার বিদেশ বসে শিক্ষাতে দেয় শান
মন্ত্রী বাবায় অংক মেলায় বাড়ছে রাজার মান
জ
জেল খাটলে খাটুক চাষা হাভাতেদের ছেলে
আমার সোনা মন্ত্রী হবে, বৃথাই যাবে জেলে?
ঝ
ঝোলায় নিয়ে বিষের বড়ি নেতায় হাঁকে জোর
বড়ির ঘোরে হি মু হাঁকে মুন্ডু নেবো তোর
ঞ
ঞ-র ঘাড়ে ঙর বোঝা চাপায় যখন মন্ত্রী
রাজায় বোঝায় এর পেছনে ঙ-রাই ষড়যন্ত্রী
ট
টহল দেওয়ার নাম করে যেই রাজায় মারে বাণ
ভেবে হিমু ছোটে চিলের পিছে চিল নিয়েছে কান
ঠ
ঠোঁটে রাজার বিষ মাখানো হি'কে বলে মুখে
এই দেখে যা গো মাতাকে খাচ্ছে মু-এ সুখে
ড
ডালে বসে দোয়েল ভাবে কোকিল খেলে দোষ!
প্যাকেট বন্দী মা যে বিকোয় বিদেশে নন্দ ঘোষ!
ঢ
ঢাকে পড়লে পুজোর কাঠি ছুটির গন্ধ পায়
রাজ-পিয়াদা এসে তাতেই নুন ছিটিয়ে যায়
ণ
নামের সাথে পোশাক মেলাও, স্বজন চিনে নাও
নইলে ছুটি জলেই যাবে, তলিয়ে বিশ বাঁও
ত
তাতেই হি-মু কাঁপিয়ে দেশ হুংকার ছাড়ে রোষে
তাতেই বাধাই মারণ লড়াই আমরা বলদ মোষে
থ
থালায় করে লাড্ডু বিলা, খুশির নেই শেষ
হি আর মু খিদে ভুলে লড়ছে দেখো বেশ
দ
দালান কোঠা গাড়ি বাড়ি এসব চিন্তা ভুলে
রাজার মত ফকির হওয়ার ভাবনা রাখো তুলে
ধ
ধনে প্রাণে মরবে তুমি, হবে মঙ্গল সূত্র হারা
জেনে বুঝে ভোট দিও না আমার শত্রু যারা
ন
রামের নামে শপথ নিয়ে ভোট দিয়ে যাও মোরে
তবেই তোমার মুক্তি হবে শাস্তি পাবে চোরে
প
পায়ের নিচে মাটি না থাক মাথার ওপর ছাদ
তুমি এখন চাইবে কেবল হি-মুর মিলন বাদ
ফ
ফলের আশা ফালতু কথা কর্মের কথা শোন
না খেয়ে থাক, তবু ভালো ধর্মেতে দাও মন
ব
বলছে কত ফালতু লোকে ফালতু কথা আর
বলছি আমি কলির কৃষ্ণ এ যুগের অবতার
ভ
ভয় পেয়ো না তাকিয়ে দেখো ওরাই তোমার শত্রু
ওদের জব্দ করতে পারি আমি সে অজাতশত্রু
ম
মোল্লায় বলে এসব শুনে গোল্লায় গেলো জাত
মাদ্রাসায় না পড়লে তোদের ঘুঁচবে না এ রাত
য
যন্ত্রণায় যখন কাতরায় রাম রক্ত দিতে ছোটে
রহিম চাচার ছোট ছেলের চোখ বোজে না মোটে
র
রামের হাতের মুনশিয়ানায় রহিম বাঁচে আশায়
ফিরবে আব্বা অসুখ সেরে নতুন করে বাসায়
ল
লাঙল নিয়ে ফিরবে মাঠে, ফলবে মাঠে সোনা
হি আর মু'র কাঁধে চড়ে বাঁচবে ছানাপোনা
ব
বলো দেখি এসব কথা বলছে কি কেউ মোটে
বললে তাদের সংগে থাকো রায় দিয়ে যাও জোটে
শ
শয়তানেদের সঙ্গ ছাড়ো, ছাড়ো শকুন হাত
হি আর মু শক্ত হাতে ভাঙুক আঁধার রাত
ষ
ষাঁড়ের মতো কেবল যারা অকম্মাদের ঢেকি
না খেটে খায় অনেক তাদের বিদায় করো দেখি
স
সাহস করে দাঁড়াও ঘুরে, মুষ্টি ওঠাও শিরে
শিরদাঁড়াটা সোজা রাখো, স্বপ্ন ফিরুক নীড়ে
হ
হিমেল বাতাস বইবে বুকে বিভেদ বাতাস ভুলে
মানুষ হয়ে টানলে বুকে মিলন মালা তুলে
ড়
ডালে ডালে দুলবে দোয়েল, গাইবে শ্যামা সুরে
শ্যামার গলায় গজল শুনে বিভেদ যাবে দূরে
ঢ়
ঢাকের বাদ্য শুনবে শুকুর নাচবে শ্যামা তালে
বিভেদ বাঁশির সুর ভাঙবে স্বপ্ন চোরার গালে
য়
আয় রহিমা আয় শ্যামা মা বিভেদ ভুলে গাই
ভালোবাসা ছাড়া মুক্তির উপায় কোনো নাই
ৎ
হি-এর ঘরে মু-এর দাওয়াত মিলন মেলার হাট
তোমার আমার মুখে ফুটুক হিমুর সহজ পাঠ।
--------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন