আলী হোসেনের ছড়া - বাবার বাবা
এ সবই তার রেশ
তোমার কাছে চাইবো কিছু এত সাহস কোথায়তবু তুমি বুঝতে পারতে চেয়ে চোখের তারায়
চাইছি আমি কী
তোমার বুকে বুক রাখলে বুকটা উঠতো ফুলে
সব সংশয় শুকিয়ে যেত ঠোঁটটা ঠোঁটে ছুঁলে
ভয়টা আবার কী!
ফিরতে তোমার দেরি হলেই, বুকটা হত ভারী
এপাশ ওপাশ ফিরেই শুধু নিদ্রা যেতো ছাড়ি
বুঝতে পারি আজ
তোমার বুকে পা তুলে দে জড়িয়ে তোমার গলা
তোমার বুকে মুখটা গুঁজে ভয়কে ঝেড়ে ফেলা
কত সহজ কাজ
আমি এখন বুঝি সবই বোঝাই তাকে কত
ছেলে আমার বলে এসব ছেলে-মানসি যত
বুঝতে পারি বেশ
আমার যখন বয়স ছিল আমার ছেলের মত
এসব শুনে মন বলত দুর, 'আদিখ্যেতা যত'
এ সবই তার রেশ
----------xx---------
এক অসাধারণ অনুভূতির ছোঁয়া ফুটে উঠেছে
উত্তরমুছুনমতামত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
মুছুন