চোখ-কান-মন শোনে তিনজন : জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের একটি জনপ্রিয় ছড়া।
দেখছো তুমি, দেখছি আমি, দেখছি সকল সময়
দেখছে সবাই, যা হয় তা-ই
কেবল, আমিই দেখছি নাই
কারণ কী তা খুঁজতে গিয়ে হোঁচট শুধুই খাই
কী তার কারণ, অবশেষে বললে খাদেম ভাই
চোখের সাথে কান ছিল না
সঙ্গে ভোলা মন ছিল না
চোখ-কান-মন দেখে তিন-জন মানছি না সব-সময়।শুনছো তুমি, শুনছি আমি, শুনতে কান তো চাই-ই
আমার সাথে শোনে খাদেম
সঙ্গে শোনায় ন-ভাই হাতেম
সে গজল মাঝে গাইলো খেয়াল খেয়াল করি নাই
কারণ কী তা খুঁজতে গিয়ে আবার হোঁচট খাই
কী তার কারণ, নেই যে বারণ
খাদেম শোনায় গহীন কারণ
চোখ-কান-মন শোনে তিন-জন, মোটেও মানো নাই।
চোখ ছিল ঠিক, কান ছিল তাও, তবুও বুঝি নাই
বোঝার জন্য মন দিয়েছি
সঙ্গে শোনার ভান করেছি
সবাই বুঝলো, মেঘ করলেও বৃষ্টি কেন নাই
আমি কেন বুঝতে কেবল শুধুই হোঁচট খাই
খাদেম বলে শুনতে চাও
মনের সাথে কানকে নাও
চোখ-কান-মন বোঝে তিনজন, মোটেও ভুলতে নাই।
---------x----------
📖 এবিষয়ে আরও পড়ুন :
👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
১) প্রকৃতি বিষয়ক ছড়া
ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন।
২) রাজনৈতিক ছড়া
এটা ছড়াকার আলী হোসেনের রাজনীতি বিষয়ক ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের পাশে থাকুন।
৩) উৎসব বিষয়ক ছড়া
বাংলা ও বাঙালির অস্তিত্বের ভিত্তি-ভূমি হচ্ছে বাংলার উৎসব। জাতি-ধর্ম-বর্ণের বেড়াজালকে ছিন্ন করে বাঙালি মেতে ওঠে উৎসবে। ছড়াকার আলী হোসেনের বাংলা ও বাঙালির (ইদ ও দুর্গোৎসব) উৎসবকে সমানে রেখে লিখেছেন একাধিক জনপ্রিয় ছড়া-কবিতা ও ছড়া। এটা তাদের নিয়ে তৈরি (ছড়া বা ছড়া কবিতাগুলোর) সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন।
৪) সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক ছড়া
বাংলার সম্প্রীতির সুতোয় বোনা আলখাল্লা আর নামাবলীর সহবস্থানের ইতিহাস অতি পুরোনো। কিন্তু তবুও অসৎ জনের লালসার স্বীকার হতে হয়েছে বাঙ্গালিকে বহুবার। সম্প্রীতি আর সাম্প্রদায়িকতার এই কাঁচা উঠনে রক্তচক্ষু নিয়ে তারা মুখোমুখি হয়েছে মাঝে মাঝেই। ছড়াকার আলী হোসেন কী চোখে দেখন বিষয়টিকে? এই প্রশ্নের উত্তর পেতে একবার চোখ রাখুন 'সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক ছড়াগুলোর ওপর। ওপরের লিঙ্কে ক্লিক করুন যদি মন চায়।
৫) শিক্ষামূলক ছড়া
ছড়াকার আলী হোসেন জগৎ সংসারকে দেখেছেন তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে। তার ঠিক-বেঠিক বিচারের ভার পাঠকের। মানুষ ও প্রকৃতি সমন্বয় সম্পর্ক কেন্দ্রিক শিক্ষামূলক ভাবনা তিনি যা ভেবেছেন তা রেখেছেন এই সংকলনে। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত বিনিময় করুন এবং ছড়াকারের সাথে থাকুন।
একদম সঠিক ও সুন্দর উপস্থাপন
উত্তরমুছুন