স্টিফেনস হকিং স্টিফেনস হকিংকে নিয়ে আলী হোসেনের ছড়া তোমার জন্য মুক্ত মনের নিশান দেখি উড়তে তোমার জন্য অন্ধকারে সাহস করি ঘুরতে তোমার জন্য ভন্ড যারা মুন্ডু করে নিচু তোমার জন্য পঙ্গু দাঁড়ায় করে মাথা উঁচু তোমার জন্য নতুন আকাশ রঙিন রূপে এলো তোমার চোখে কৃষ্ণ গহবর আলোয় ভরে গেল তোমার চোখে দেখল আলো কৃষ্ণ কিরণ রোখে আলো খেয়ে বেড়ায় বেটা ধরা না দেয় চোখে তোমার চোখে বিশ্ব দেখে কৃষ্ণ কণার শেষ কোয়ান্টাম বল উছিয়ে আছে অস্ত্র হতে বেশ কোয়ান্টাম বলে, শূন্য দেখো, শূন্য তো নয় কিছু আয়ান সাথে রাধা ঘরে বেড়ায় পিছু পিছু কৃষ্ণ কিরণ দেখে রাধার নজর যখন লাগে কৃষ্ণ বেটায় জোড় ভাঙতে দিবারাত্রি জাগে সুযোগ বুঝে জোড়া ভাঙে রাধার প্রেমে পড়ে আয়ানকে দেয় দূরে ঠেলে কৃষ্ণ প্রেমের তোড়ে আয়ান রাধা ভার্চুয়াল কণা কণায় কণা মেশে কৃষ্ণ কিরণ কোয়ান্টাম বল খাটায় অবশেষে রাধার থেকে আয়াণ ঠেলতে যতই লাগায় বল কৃষ্ণ কিরণ শক্তি হারায়, খোয়ায় যা ছিল সম্বল বললে তুমি এ প্রেম কথা সহজ সরল ঢঙে সাদাকালো মনের ময়লা রাঙিয়ে দিলে রঙে এ রঙ তুলি তোমার হাতে সরলো মরু ধুধু দেখে তোমার বিনা বিশ্ববাসী কৃষ্ণ কালো শুধু
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------