একুশের মা - আলী হোসেন একুশ এলে মনটা কাঁদে, শোকে ভাসাই চোখ বাংলায় বলে মনের কথা, ফুটিয়ে তুলি শোক দু'দিন বাদে সব ভুলে যাই, ভেবে ভবির কথা মেয়ে আমার বাংলা লিখে, বাড়ায় বুকের ব্যথা আকাশ হয়ে কাঁদি আমি মেঘের ব্যথায় আর বৃষ্টি করে নামাই তাকে, ভেবে ব্যথার ভার মায়ের ভাষা দুগ্ধ ভাবি, কৌটোয় রেখে মুখ একুশ এলেই উথলে ওঠে, ভড়ং ভরা বুক। মায়ের কথা ভুলছি কেন, একবারও না ভাবি একুশ এলেই মায়া দেখাই, বিবেকে দেই চাবি একুশ গিয়ে বাইশ এলেই বাংলাটা যাই ভুলে মায়ের কথা ভুলেই ভেলা ভাসাই হিন্দি কুলে বৈশাখী মেঘ ভাঙে যেমন বর্ষা দোরে এলে আমার আবেগ উথলে ওঠে একুশ এলে চলে সারা বছর হাই-হ্যালোতে হেলিয়ে দিয়ে মাথা একুশ এলেই মনে পড়ে বাংলা মায়ের কথা হিন্দির স্রোতে ভাসাই ভেলা ইংরেজিতে নোঙর বাঁধি লাটাই ওড়াই বেলুন বেঁধে নিজের কোমর সেই কোমরে পড়বে দড়ি, একবারও না ভাবি ভাবতে হবে বলছে বিবেক একুশের মা’র দাবি --------##-------- পাঠকের মতামত দেখুন ফেসবুকে
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...