নেতাজিকে নিয়ে আলী হোসেনের ছড়া নেতার নেতা নেতার নেতা নেজাজি, ফুলের মত নাম দেশের জন্য শপথ নিলে তাঁর জন্য জীবন দিলে নতুন সূর্য দেখবে স্বদেশ স্বদেশ হবে মুক্ত-বিদেশ সেই স্বদেশ-ই বিদেশ হল, বিধি যখন বাম। নেতার নেতা নেতাজি, বজ্রকঠিন নাম এই নামেতেই উঠলো কাঁপন ভাঙলো দেশের নিশিজাপন জাগবে বলে শপথ নিলে বুক চিতিয়ে রক্ত দিলে মূল্য পাবে চাষী চামার, মূল্য তাদের ঘাম। নেতার নেতা নেতাজি, রক্তে ভেজা ঘাম পদ্ম পাতায় জলের মতো জীবন দিলে তোমার মতো কলের শ্রমিক চাষার ছেলেও নেশার মত জেলে গেলেও ভাত জোট না দুবেলা তার, নেতার বাড়ে দাম। এমন দেশ কি চেয়েছিলে, খাটবে যারা খাবে না ফসল ফলায় মাঠে যারা না খেয়ে যায় মারা তারা সোফায় বসে ঘুমায় যারা হয় না কেন তারা সর্বহারা? এ প্রশ্ন কেন বৈধ নয় যে, পালবে যারা পাবে না! উত্তর ছিল তোমার কাছে, নেতার নেতা নেতাজি সে-সব কথা লাটে তুলে মহাজন সব খাতা খুলে বনিক নিল রাজদণ্ড তোমায় করে শিখন্ড বীর পূজোতে তোমায় পূজে স্বপ্ন দেখায় বাবাজী। -----------xx-----------
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলাম খাবার নাম মাছভাজা হল ফিসফ্রাই আর সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ, নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট এলো, চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার মাল পাঁচে নিলাম স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে