তুমি বন্ধু কাছের মানুষ, বলতে পারো সবই ইচ্ছা করলে পক্ষে বলো যেমন ইচ্ছে তেমন চলো ইচ্ছা করলে বিপক্ষেও আমার কিন্তু পক্ষে ছাড়া, বলতে নিষেধ সবই তুমি বন্ধু কাছের মানুষ, একটুখানি হেসে দু'হাত তুলে গাইতে পারো দরকারে হাত তুলতে পারো যেমন ইচ্ছা বলতেও পারো আমায় কিন্তু যেতে হবে, শুধুই ভালোবেসে তুমি ভালোবাসতে পারো, তোমার মধ্যে মিশে থাকতে পারি যেমন খুশি বলবে না লাভ-জিহাদ-দূষী আমার মধ্যে তুমি এলেই সমাজ যে যায় রসাতলে, দেশ ভরে যায় বিষে আমার মধ্যে তোমার আসা, তোমার মধ্যে আমি লক্ষ বছর বেঁচে আছি ভ্রমর হয়ে কাছাকাছি বুঝছি না কে তুলে দেওয়াল পর করেছে কেউ জানেনা, জানে শুধু অন্তর্যামী ----------
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------