হলে, মরণকালে বুদ্ধিনাশ ধানকে বলে দুব্ব ঘাস ভাবছেন পটলা কিছুই বোঝে না চোর ধরতে সান্ত্রি এলো কাকের ধন বগায় খেলো ভাবছেন পটলা কিছুই জানে না এলো, চোর ধরতে চৌকিদার চোরের মালা গলায় তার ভাবছেন পটলা কিছুই দেখছে না হঠাৎ পটলা তুললো হাই বলে,এক রত্তি মিথ্যা নাই ভাবুন সত্যিই কিছু দেখছি না চৌকিদারের চটির তলায় চোরে যদি গলা গলায় শুনুন বলছি কিছু সত্যি ভাই সে ধানকে ঘাস বলতে পারে চাইলে পকেট কাটতে পারে চোরকে তবু চোর বলতে নাই -----//-------
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------