একুশ আমার আলী হোসেন একুশ আমার - আলী হোসেন একুশ আমার একুশ তোমার একুশ বাঙালির, একুশ আমায় কাঁদায় হাসায় একুশ কাঙালির। একুশ আমার ভালোবাসার মায়ের বুকের দুধ, একুশ আমার জীবন-মাসের সোম-মঙ্গল-বুধ...। একুশ আমার স্বপ্ন দেখায় একুশ আমার সুখ, একুশ শেখায় তুলতে মাথা জুড়তে ভাঙা-বুক। একুশ আমার জন্য আনে ভালোবাসার ফুল, একুশ আমার জন্য কাঁদে একুশ ভাঙায় ভুল। একুশ আমার পিঠে-পুলি পান্তা ভাতে নুন, একুশ আমার আপন যেন মায়ের পেটের বুন। একুশ আমার বেড়ে ওঠার মন্ত্রণাতে ভরা, একুশ আমার খুনসুটিতে সন্ধ্যারাতের তারা। একুশ তোমার জন্য কথা বলি রাষ্ট্রসংঘে, একুশ আমার মাকে চেনায় বিশ্ববাসীর সংগে। ----------xx--------- প্রথম প্রকাশ : ছড়াপত্রিকা/১৩০ পাতা, ষোড়শ সংখ্যা, ফেব্রুয়ারি ২০১২, বাংলাদেশ প্রকাশক, মাহবুবুল হাসান পাঠকের মতামত দেখুন ফেসবুকে
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------