পেটের পাঁচালি
আলী হোসেন
মন ভালো নেই, নেই ভালো কেউযেমন ছিলাম আগে,
এমন ভাবে ভাবতে এখন
ভীষণ একা লাগে।
আমের চেয়ে কাঠাল ভালো
স্বাদে দারুণ মিষ্টি,
মন ভরে যেই খেলাম অনেক
পেট বলে অনাসৃষ্টি।
মনের টানে টান পড়েছে
পেট বলে আর না,
চোখের খিদেয় স্বাদ মেটেনা
পেট বলে তার না।
দাদার চেয়ে দিদি ভালো
মন বলেছে ভাই,
দিদির কোলে বিষম খেয়ে
গান ধরেছি তাই।
মনের সাথে মন মেলে না
পেটের কথা বাদ,
দিদির কোলে দু-হাত তুলে
প্রাণ ভরে তাই কাঁদ।
------xx-----
প্রথম প্রকাশ ফেসবুক দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন