স্টিফেনস হকিং
স্টিফেনস হকিংকে নিয়ে আলী হোসেনের ছড়া
তোমার জন্য মুক্ত মনের নিশান দেখি উড়তে
তোমার জন্য অন্ধকারে সাহস করি ঘুরতে
তোমার জন্য ভন্ড যারা মুন্ডু করে নিচু
তোমার জন্য পঙ্গু দাঁড়ায় করে মাথা উঁচু
তোমার জন্য নতুন আকাশ রঙিন রূপে এলো
তোমার চোখে কৃষ্ণ গহবর আলোয় ভরে গেল
তোমার চোখে দেখল আলো কৃষ্ণ কিরণ রোখে
আলো খেয়ে বেড়ায় বেটা ধরা না দেয় চোখে
তোমার চোখে বিশ্ব দেখে কৃষ্ণ কণার শেষ
কোয়ান্টাম বল উছিয়ে আছে অস্ত্র হতে বেশ
কোয়ান্টাম বলে, শূন্য দেখো, শূন্য তো নয় কিছু
আয়ান সাথে রাধা ঘরে বেড়ায় পিছু পিছু
কৃষ্ণ কিরণ দেখে রাধার নজর যখন লাগে
কৃষ্ণ বেটায় জোড় ভাঙতে দিবারাত্রি জাগে
সুযোগ বুঝে জোড়া ভাঙে রাধার প্রেমে পড়ে
আয়ানকে দেয় দূরে ঠেলে কৃষ্ণ প্রেমের তোড়ে
আয়ান রাধা ভার্চুয়াল কণা কণায় কণা মেশে
কৃষ্ণ কিরণ কোয়ান্টাম বল খাটায় অবশেষে
রাধার থেকে আয়াণ ঠেলতে যতই লাগায় বল
কৃষ্ণ কিরণ শক্তি হারায়, খোয়ায় যা ছিল সম্বল
বললে তুমি এ প্রেম কথা সহজ সরল ঢঙে
সাদাকালো মনের ময়লা রাঙিয়ে দিলে রঙে
এ রঙ তুলি তোমার হাতে সরলো মরু ধুধু
দেখে তোমার বিনা বিশ্ববাসী কৃষ্ণ কালো শুধু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন