হারাধনের দশটি ছেলে হারিয়ে গেল কোথায়
জানতে হলে খুঁজতে হবে
খুঁজতে হলে যেতেই হবে
যোগী দাদুর বাড়ি!
জানি জানি, শুধু বলো সেটা যেন কোথায়?
ঐ যেখানে মজার দেশ
মজার কোন নেইকো শেষ
শোকের মুল্লুক ছাড়ি!
জানি জানি, শুধু বলো ন্যাতড়া যেন কোথায়?
ঐ যেখানে সকালবেলায়
চাঁদ হেসে দেয় হেলাফেলায়
পুবের আকাশ পাড়ি!
জানি জানি, আমি জানি তুমিও জানো বোধহয়
ঐ যেখানে তোতাপাখি
করতে দেখি ডাকাডাকি
ছুটতে জলে গাড়ি!
____________
22/11/2017
সন্ধ্যা 6 টা 25 মিনিট
ব্রহ্মপুর,
কলকাতা 700096
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন