নেতাজিকে নিয়ে আলী হোসেনের ছড়া
নেতার নেতা
নেতার নেতা নেজাজি, ফুলের মত নাম
দেশের জন্য শপথ নিলেতাঁর জন্য জীবন দিলে
নতুন সূর্য দেখবে স্বদেশ
স্বদেশ হবে মুক্ত-বিদেশ
সেই স্বদেশ-ই বিদেশ হল, বিধি যখন বাম।
নেতার নেতা নেতাজি, বজ্রকঠিন নাম
এই নামেতেই উঠলো কাঁপন
ভাঙলো দেশের নিশিজাপন
জাগবে বলে শপথ নিলে
বুক চিতিয়ে রক্ত দিলে
মূল্য পাবে চাষী চামার, মূল্য তাদের ঘাম।
নেতার নেতা নেতাজি, রক্তে ভেজা ঘাম
পদ্ম পাতায় জলের মতো
জীবন দিলে তোমার মতো
কলের শ্রমিক চাষার ছেলেও
নেশার মত জেলে গেলেও
ভাত জোট না দুবেলা তার, নেতার বাড়ে দাম।
এমন দেশ কি চেয়েছিলে, খাটবে যারা খাবে না
ফসল ফলায় মাঠে যারা
না খেয়ে যায় মারা তারা
সোফায় বসে ঘুমায় যারা
হয় না কেন তারা সর্বহারা?
এ প্রশ্ন কেন বৈধ নয় যে, পালবে যারা পাবে না!
উত্তর ছিল তোমার কাছে, নেতার নেতা নেতাজি
সে-সব কথা লাটে তুলে
মহাজন সব খাতা খুলে
বনিক নিল রাজদণ্ড
তোমায় করে শিখন্ড
বীর পূজোতে তোমায় পূজে স্বপ্ন দেখায় বাবাজী।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন