নতুন পথের বাঁকে
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলী হোসেনের ছড়া কবিতা
ছড়া কবিতা : নতুন পথের বাঁকে - আলী হোসেন |
এ ঠাকুর নয় যে-সে ঠাকুর, রবির সঙ্গে থাকে
চলার পথে বলার সাথে
সকাল কিংবা সন্ধ্যারাতে
তাঁকে নিয়েই আমরা বাঁচি
রাম রহিম হয় কাছাকাছি
চলতে পথে বলতে কথা নতুন পথের বাঁকে।
এ নতুন নয় যে-সে নতুন, কবির কথায় থাকে
চলতে পথে চড়তে রথে
এগিয়ে যেতে নতুন পথে
শেখায় কিংবা শিখতে বলে
ভারততীর্থ গড়তে বলে
যে তীর্থে থাকতে পারি সঙ্গে রাখলে তাঁকে।
--------xx-------
রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা :
পাঠকের মতামত: দেখুন ফেসবুকের পাতায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন