মণিকানা : লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন।
ভর-দুপুরে ছোটকা ছুটে
বললো এসে, জানিস পুটে
পণ করেছেন পরমহংস
মরবে মাথাকূটে।
ছোটকা বলে ছোট্ট করে
‘শোন কথা তোর মনটি ভরে
পাঁচ শতকের দুঃখ এবার
যাবেই বুঝি টুটে’
অবাক চোখে তাকায় পুটে
কাক ঘুম তার গেল ছুটে
প্রশ্ন করে ছোট্ট মুখেঃ
‘মসজিদ নয় মন্দির হলে
দুঃখ মোদের যাবে টুটে?
কেমন করে হয়?
শুনে তোমার এসব কথা
লাগছে আমার প্রাণে ব্যাথা
এবং একটু ভয়।
মন্দির বা মসজিদ হলে
চটকল কি যাবে খুলে
কাজ পাবেকি
আমার ছোটমামা?
ফুটপাতের ঐ ছোট্ট ছেলে
শিদ কেটে যে গেল জেলে
স্কুলে কি পারবে যেতে
পরে রঙিন জামা?
ছোটকা ফেলে ছোট্ট শ্বাস
পালিয়ে যায় কাটিয়ে পাশ
উত্তর এর
নেই তো কিছু জানা
বুঝতে পারে ছোটকা এবার
ভুল ছিল তার ভাবায় সেবার
চোখ থাকতে
ছিলেন মণিকানা।
-------------
০৭/১০/২০০২
# পরমহংস দাস। ইনি রামমন্দির নির্মাণের দাবিতে আন্দোলনকারী তপস্বী ছাউনির মহন্ত। রামমন্দিরের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন।
Uncle Ami sahir ei jonno Nazrul bolechce sob upasonalay gulo vojonaloy hoichce
উত্তরমুছুনভাল থেকো। ভালোবাসা নিও।
মুছুন