স্বপ্নের রঙ
আলী হোসেনের ছড়া
ছোট্টবেলার ছোট্ট কুড়ি, ফুলের মেলায় ভাসেতার ওপরে একফোঁটা জল মিঠেল রোদে হাসে
তাইনা দেখে ছোট্ট টিয়া
ভাবছে যাবো উড়াল দিয়া
সবুজপাতার ডানায় ভেসে সবুজ রোদের পাশে
ছোট্ট টিয়া বেড়ায় উড়ে মিঠেল রোদের আশায়
স্বপ্নের রঙ দেয়না উঁকি তার সে ছোট্ট বাসায়
কী তার কারণ বলাই বারণ
বলছি না তার সহজ কারণ
ছোট্ট টিয়ার ভোরের আলোয় আঁধার কেন শাসায়
আঁধার শাসায় তার সে বাসায় বটের বিভেদবানী
আকাশের রঙ হচ্ছে কালো তার সে চক্রে জানি
সেই আকাশেই চলার কারণ
আলোর কথা বলাই বারণ
ছোট্ট টিয়ার সামনেতে তাই আঁধারের হাতছানি।
সেই আকাশেই চলার কারণ
আলোর কথা বলাই বারণ
ছোট্ট টিয়ার সামনেতে তাই আঁধারের হাতছানি।
আঁধার বেয়ে কিংবা ভেঙে আলোয় ফেরার চেষ্টা
সফল করার সানাই বাজায় টিয়ার দলের কেষ্টা
বটের সাথে দোস্তি তার
স্বপ্ন ভাঙ্গায় স্বস্তি যার
স্বপ্নের রঙ তার তুলিতেই ফ্যাকাশে হয় শেষটা।
-----------xx-----------
এই ছড়াটির প্রাকৃতিক রূপ দেখুন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন