গণতন্ত্র : জনপ্রিয় রাজনৈতিক ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া।
ধনিকের মন্ত্র নাম ধনতন্ত্র।নতুন পোশাক পরে
পথে পথে ফেরি করে
সে ধর্মের নামাবলি গায়,
কাছে এসে পাশে বসে
স্বর্গের তারা এসে
হাভাতের হাতে দিয়ে যায়।
ধনিকের যন্ত্র নাম গণতন্ত্র।
নতুন পোশাক পরে
আমার মনের দোরে
কড়া নেড়ে যায়,
ধণতন্ত্রই এসে
গণতন্ত্রের বেশে
ধোঁকা দিয়ে যায়
ধনিকের তন্ত্র নাম ধনতন্ত্র।
আমি ভাবি সুখে আছি
স্বর্গের কাছাকাছি
ধর্মের আফিমেই খুঁজি,
রোদে জলে ঘেমে-নেয়ে
আফিমের বুটি খেয়ে
ধনিকের তন্ত্রেই পুজি
----------–#----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন