আলী হোসেনের কবিতা - মদিরায় মজে মন
গদির দখল নিলে
গদি পেয়েই সব চাবি আজ
তাদের হাতেই দিলে
মজায় আছো বেশ।
এসব তুমি করছো যা তা
বুঝছে না এই ভক্ত
বেচছো জমি এবং জোয়াল
রাখছো চোয়াল শক্ত
দেখছে সবই দেশ।
তুমি ধর্মাফিম মাথায় ঢেলে
ছাড়ছো সকাল সাঁঝে
বিভেদ বাঁশি বাজিয়ে ভক্ত
থাকছে তোমার পাশে
আহ্লাদীতো বেশ।
মিথ্যা তোমার প্রাণের দোসর
পুঁজির হাতের ফুল
তোমার মাথার মুকুট রাজা
ঢাকছে তোমার ভুল
মানুষ দেখছে শেষ।
সময় কারও বাপের তো নয়
করবে তালায় বন্দি
সময় ঝড়ে উড়বে তোমার
মানুষ মারার ফন্দি
জাগছে দেখো দেশ।
আছে যারা আফিম-মোডে
মোদিরায় মজে মন
জাগবে তারা অগ্নি-মোডে
বলছি রাজা শোন
হবেই রাতের শেষ।
দেখুন ফেসবুকের পাতায় : এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন