শবেবরাত সবের বরাত আলী হোসেনের ছড়া শবের শেষে ফিরুক বরাত ভুলিয়ে উঁচু-নিচু আজ সারা রাত জাগুক তারা হাঁটুক পিছু পিছু এ রাত আসুক মুক্তি নিয়ে ভাত-কাপড়ের দিশা জাত-ধর্ম ভুলিয়ে ঘোচাক জাত-বেজাতের নিশা শবেবরাত সবার আসুক হোক তা অনন্তর যার সাথে মিল হয় না মতের কিংবা মনান্তর আজ বাংলার ঘরে ফিরুক জাগুক শবেবরাত জাত-বেজাতের ভাঙুক বেড়া ফিরুক সবের বরাত মানুষ হয়েও মারছে মানুষ বিভেদ দিবা-রাত শবের শেষে আসুক বরাত বিভেদী নিপাত যাক ---------xx-------- 📒 শবেবরাত শব্দটি ফারসি। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি; শবেবরাত অর্থ মুক্তির রাত। এর আরবি হলো ‘লাইলাতুল বরাত’। হাদিসে শবেবরাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। আমাদের দেশে এ রাতটি শবেবরাত নামে অধিক পরিচিত। পাঠকের মতামত দেখুন ফেসবুকে । ◾ শবের শেষে ফিরুক বরাত 🌙 ◾ আলী হোসেন। ------------------------------------- শবেবরাত সবের বরাত ভুলিয়ে উঁচু-নিচু আজ সারা রাত জাগুক তারা হাঁটুক পিছু পিছু এ রাত আসুক মুক্তি নিয়ে ভাত-কাপড়ের দিশা জাত-ধর্ম ভুলিয়ে ঘোচাক জাত-বেজাতের নিশা শবেবরাত সবার আসুক হোক তা অনন্তর যার সাথে মিল হয় ন...
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...