শবেবরাত সবের বরাত
ভুলিয়ে উঁচু-নিচু
আজ সারা রাত জাগুক তারা
হাঁটুক পিছু পিছু
এ রাত আসুক মুক্তি নিয়ে
ভাত-কাপড়ের দিশা
জাত-ধর্ম ভুলিয়ে ঘোচাক
জাত-বেজাতের নিশা
শবেবরাত সবার আসুক
হোক তা অনন্তর
যার সাথে মিল হয় না মতের
কিংবা মনান্তর
আজ বাংলার ঘরে ফিরুক
জাগুক শবেবরাত
জাত-বেজাতের ভাঙুক বেড়া
ফিরুক সবের বরাত
মানুষ হয়েও মারছে মানুষ
বিভেদ দিবা-রাত
শবের শেষে আসুক বরাত
বিভেদী নিপাত যাক
---------xxxx--------
📒 শবেবরাত শব্দটি ফারসি। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি; শবেবরাত অর্থ মুক্তির রাত। এর আরবি হলো ‘লাইলাতুল বরাত’। হাদিসে শবেবরাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। আমাদের দেশে এ রাতটি শবেবরাত নামে অধিক পরিচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন