ভোট হয়েছে ভোট দিয়েছো, নেতা হলেন যারা
তাদের জন্য আর কিছু নয়, মানুষ যাচ্ছে মারা
ভুল না? ভাবো
তুমিই মারছো তুমিই মরছো মাথায় কিছুই নাই
ভেবে দেখো নেতার কথায়, ভাইকে মারছে ভাই
ভুল না? ভাবো
কেউ বলছে হিন্দু মরছে, কেউ বা মুসলমান
কানের জন্য চিলের পিছু ছোটে না বুদ্ধিমান
ঠিক না? ভাবো
ভোটের পরে মরছে কারা, নেতা মন্ত্রী মোটেই নয়
সেফ জোনেতে খেলছে তারা তোমার শিরায় ভয়
সত্যি না? ভাবো
তোমার মাথায় শূন্য ঘোরে, মগজ ঘোরাও তাতে
তোমার মাথায় কাঁঠাল রেখে নেতা না খায় যাতে
ভুল কথা? ভাবো
ভুল বোঝাতে ব্যস্ত নেতা, মাথায় কিচ্ছু ঢোকে না
ধর্ম দিয়ে বিভেদ ছড়ায়, বুঝতেই তুমি পারো না
ঠিক না? ভাবো
গণতন্ত্র মানে তোমার শাসন, নেতার শাসন নয়
একবারও কি ভাবছো তুমি উল্টো কেন হয়?
ভাবো না, তাই
গরিব মারছো গরিবকে, ভাবছো হিন্দু মুসলমান
এ ভুল যদি শুধরাও তুমি চিল নেবে না কান
এছাড়া মুক্তি? নাই
Khub valo
উত্তরমুছুন