মাথা বলে হাত বড়ো পাজি
ছোট লোক তাও
হাত বলে আমি ছাড়া তুমি
কীভাবে কী খাও?
হাত বলে খেতে হয় খেটে
খোঁজ রাখো কোন?
তুমি শুধু খাও দাও আর
কড়ি কাঠ গোনো
মাথা বলে বেয়াদব দেখো
এত কেন কথা
হাত বলে বলি যদি কারণ
বুকে পাবে ব্যথা
বল দেখি হতভাগা শুনি
কারণ কী তার
হাত বলে বলবে কীভাবে
মুখ বাঁধা যার
আমি খাটি তুমি খাও শুধু
জানে বিশ্ববাসি
বললে সে কথা মুখে তুমি
দিয়ে দাও ফাঁসি
কথা তাই বাঁধা থাক বুকে
আজ শুধু গাই
হাতে হাত রেখে বাঁধি সারি
মাথা হতে চাই
------##-------
ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন