কাশির বাঁশি - আলী হোসেন
কাশির শব্দ হাঁচির মতবাজছে সকাল সন্ধ্যা
দক্ষিণ হওয়ায় ঠান্ডা ফেঁসে
হঠাৎ হল বন্ধ্যা
ঠান্ডা ছুটছে এলোমেলো
ফেলছে গরম শ্বাস
উচ্চ গলায় বলছে হেঁকে
লোভেই সর্বনাশ
মাথা এখন কাজ করেনা
এদিক ওদিক চাই
ডাইনে যেতে যেতেই আবার
বাঁদিক চলে যাই
বন্ধু আমার বৃক্ষ দাদার
শাসন ছিল চড়া
যখন তখন বার হওয়াতে
নিষেধ ছিল কড়া
কিন্তু দেখো একটু ভেবে
আমার কী দোষ ছিল
নরবানর দাঁত খিঁচিয়ে
ঘাড়টা মটকে দিল
বৃক্ষ দাদার মাথায় ফেলে
উন্নয়নের বাজ
আমায় পঙ্গু করে দিল
কঠিন হল কাজ
ঠান্ডা আমি গরম হওয়ায়
পান পেয়ালা সাজাই
আর হঠাৎ আমি গরম হলে
কাশির বাঁশি বাজাই
------X-------
পাঠকের মতামত দেখুন ফেসবুকে : এখানে ক্লিক করুন
👁️🗨️ লেখাটি প্রকাশিত হয়েছে (২৯/০১/২০২৩) দীনদর্পণ দৈনিকের সাহিত্যের পাতা ‘সাহিত্য দর্পণ’- এ। সরাসরি পত্রিকা পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন