মুক্তির যুক্তি
আলী হোসেন
দেশকে আমি মা বলবো? হ্যাঁ, বলতে পারি
'না' বললেই দেশদ্রোহী? না, মানতে পারি
জোর করে কেউ মা বলালে, মা বুঝি হয় খাঁটি?
জোর করলেই হয় কখনো, সোনার-পাথরবাটি?
দেশ যে আমার মায়ের মত
ভাবতেও পারি তোমার মত
কখন তুমি জানো?
তুমিই যদি মায়ের মত
আধপেটা খেয়ে অর্ধমৃত
একমুঠো ভাত আনো।
দেশকে বলো মায়ের মতই, বললেই আমি খাঁটি?
তোমার কাছে পাহাড় প্রমাণ কেন পুঁজির আঁটি?
দেশের মাটি, মায়ের মত, প্রমাণ কোথায় আছে?
মায়ের আঁচল শক্ত করে, কেন বাঁধা তোমার কাছে?
তাই কি তোমার দরদ এত, মাকে ক্ষেপাও তুমি
দেশ যে সবার মায়ের মতই, সবার জন্মভূমি
তবে কেন মা মা করে মায়ায় ভোলাও তুমি
তোমার হাতেই বন্দী কেন, আমার মাতৃভূমি
যদি ভাবতে পার আমার মত
পথের পাশের ঝুপড়ী যত
পালটে হবে বাড়ি
থাকবে তাতে রাম ও রহিম
বীর গৌতম খ্রিষ্ট- মহিম
হানা-ও-হানি ছাড়ি।
থাকবে তাতে ভেমুলা রহিত থাকবে নানক গুরু
থাকবে সুখে হাস্যমুখে আবার গাইবে মারাংগুরু
বাতাস গাইবে ভালোবাসার গোলাপ ফুলের গান
ভাসবে,শাল পিয়ালের বনের মনে স্বাধীনতার ঘ্রাণ
২৫/৮/২০১৭
৩:২০ এ এম
Etao sundor
উত্তরমুছুন