আ বু শা মা ছড়াকার আলী হোসেনের ছড়া কবিতা আবু শামা। ছবি : টিভি নাইন বাংলার আবু তোর বড্ড বেশি জেদ ছেড়া কাঁথায় শুয়ে দেখাস দ্বিতীয় হওয়ার খেদ আবু তোর সাহস বেজায় ভারি অভাব মাথায় নিয়ে টানিস ব্যর্থতাতে দাঁড়ি আবু তুই স্বপ্ন দেখিস ভারি আধ পেটা ভাত খেয়ে দেখাস মেধার খবরদারি আবু তুই দেখাস বাহাদুরি ভাগ চাষেতে ভাগ্য সপে খেলিস লুকোচুরি আবু তুই বড্ড বেশি ‘বোকা’ ভক্তদের বুক ভেঙে দিলি মস্ত বড় ধোঁকা আবু তুই মাদ্রাসায় না পড়ে ভক্তের ভাগাড় শূন্য করলি শনির বাহন চড়ে আবু তোর সপ্নের নেই ছাঁদ বামন হয়ে ছুঁতে যে চাস ইউপিএসসির চাঁদ আবু তুই আলোর ছবিয়াল দামেস্কেতে ইতিহাস হলি বাংলায় কবিয়াল? আবু তোর স্বপ্ন দেখার ঝোঁক বাঁচিয়ে রাখিস হটিয়ে দিয়ে কষ্ট কেনার লোক ---------------xx-------------- পাঠকের মতামত দেখুন ফেসবুকে ২৬/০৫/২০২৩, রাত্রি ২ : ২৯
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলাম খাবার নাম মাছভাজা হল ফিসফ্রাই আর সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ, নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট এলো, চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার মাল পাঁচে নিলাম স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে