আ বু শা মা
ছড়াকার আলী হোসেনের ছড়া কবিতা
আবু শামা। ছবি : টিভি নাইন বাংলার |
ছেড়া কাঁথায় শুয়ে দেখাস
দ্বিতীয় হওয়ার খেদ
আবু তোর সাহস বেজায় ভারি
অভাব মাথায় নিয়ে টানিস
ব্যর্থতাতে দাঁড়ি
আবু তুই স্বপ্ন দেখিস ভারি
আধ পেটা ভাত খেয়ে দেখাস
মেধার খবরদারি
আবু তুই দেখাস বাহাদুরি
ভাগ চাষেতে ভাগ্য সপে
খেলিস লুকোচুরি
আবু তুই বড্ড বেশি ‘বোকা’
ভক্তদের বুক ভেঙে দিলি
মস্ত বড় ধোঁকা
আবু তুই মাদ্রাসায় না পড়ে
ভক্তের ভাগাড় শূন্য করলি
শনির বাহন চড়ে
আবু তোর সপ্নের নেই ছাঁদ
বামন হয়ে ছুঁতে যে চাস
ইউপিএসসির চাঁদ
আবু তুই আলোর ছবিয়াল
দামেস্কেতে ইতিহাস হলি
বাংলায় কবিয়াল?
আবু তোর স্বপ্ন দেখার ঝোঁক
বাঁচিয়ে রাখিস হটিয়ে দিয়ে
কষ্ট কেনার লোক
---------------xx--------------
পাঠকের মতামত দেখুন ফেসবুকে
২৬/০৫/২০২৩, রাত্রি ২ : ২৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন