ছানি
আলী হোসেন
গণতন্ত্রের মুখোশ পরে ঘুরছে দেশের রাজারাজ ভিক্ষার আশায় প্রজা খাচ্ছে গরল গাঁজা
রাজায় রাজায় পিরিত দেখেও হুশ ফেরেনা তাই
রাজ পিরিতে বেহুস হয়ে ভাইকে মারে ভাই।
ভাইয়ের রক্তে রাঙাও দু'হাত রাজার প্রেমে পড়ে
রাজায় রাজায় দোস্তি ক'রে উলু খাগড়ায় মরে
গণতন্ত্রের গাজন শুনে শিরদাঁড়া দাও এলিয়ে
স্বপ্ন দেখার সাহস খোঁজো চক্ষু দুটো মেলিয়ে।
জ্ঞান চক্ষুতে ছানি তোমার সন্ধ্যায় দেখো সকাল
জানলে না কে লিখছে কেন তোমার ভাঙা কপাল।
---------xx---------
✍️ পাঠকের মতামত 👉 দেখুন ফেসবুকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন