◾এদেশ ভরা মানুষ চাই
◾ আলী হোসেন
একশ বছর আয়ু দেবে?সোনায় মোড়া ভাগ্য তাও!
এসব আমার চাইনা কিছু, এদেশ ভরা মানুষ চাই,
তুমি আছো, ব'লে সবাই
তিলক টুপি মাথায় নেয়
আমি শুধু বলি তোমায়, মানুষ ছাড়া চাওয়ার নাই।
সন্ধ্যা নামে আজান শাঁখে
জোনাক জ্বলে আঁধার ছায়
আমি শুধু বাজাই বাঁশি, মানুষ পাওয়ার আশায় তাই,
ডাকলে পাবো হুরী পরী?
অপ্সরা বা যা চাই তাই!
বেহেস্ত-স্বর্গে চাইনা এসব, এদেশ ভরা মানুষ চাই।
আমায় দেবে শোনার হরিণ?
আসমানী চাঁদ হাতে তাই!
এসব আমার চাইনা কিছুই, মানুষ গড়ার মন্ত্র চাই,
মুখে নিয়ে বেহেস্ত-বাঁশি
শোনাও আমায় স্বর্গসুর
স্বর্গ আমার এদেশ ভূমি, এদেশেতেই বাঁচতে চাই।
এই বাংলাই স্বর্গ আমার
এদেশ আমার বেহেস্ত তাই
এদেশ ছেড়ে চাইনা যেতে, এদেশেতেই মরতে চাই,
পারবে তুমি এ অধিকার
সর্বজনীন করতে সাঁই?
তবেই জেনো বলবে সবাই, তুমি ছাড়া মাবুদ নাই।
-----------xx---------
১৪/০৮/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন