নতুন শপথ
আলী হোসেন
![]() |
নতুন শপথ : আলী হোসেন |
নতুন বছর উঠবে তেতে
আকাশ-বাতাস তাতেই মেতে
কারখানা আর খামার ক্ষেতে
বাধ্য করবে পিছিয়ে যেতে
বাঙালি তার সংস্কৃতি, রক্ষাতে নেয় শপথ যদি।
মানুষ আছে এ বাংলাতে, জোর গলাতেই বলতে চাই
সামলে নেওয়ার বুকের পাটা
মানুষ আছে এ বাংলাতে, জোর গলাতেই বলতে চাই
সামলে নেওয়ার বুকের পাটা
তার জন্য চলছে হাঁটা
বাঙালি তার রক্ত দিয়ে
বাংলা মাকে আগলে নিয়ে
বলছে মানুষ এ বাংলাতে, দ্বেষের কোন জায়গা নাই।
---------xx--------
১৪/০৪/২০১৭
২২:২৫ মিঃ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন