মানব যখন দানব সাজে আলী হোসেনের রাজনৈতিক ছড়া ইরাক ২১ মার্চ ২০০৩, বিমান হামলার সময় বিস্ফোরণ মানব যখন দানব সাজে বিবেক ওঠে লাটে মানব শিশু পায় না যিশু মসজিদ কিম্বা মঠে। যিশুর দেশে শিশু কাঁদে বুশের খুশি ঠোঁটে টনির কাঁধের শনি হাসে মরুর মাঠে-ঘাটে। গণতন্ত্রের গায়ক যারা গণহত্যায় মাতে গণের বুকে বুলেট চালায় লজ্জা হয় না তাতে। লজ্জা হল নারীর ভূষণ বীরের নাহি সাজে বুশ ব্লেয়ার বীর ও পুরুষ বিশ্ব বকছে বাজে। মুক্তি দেওয়ার যুক্তি দিয়েই বীরের ঘুষোঘুষি টনির টনক তেলের টানে এখন বেজায় খুশি। ঘুষ দিয়ে বুশ হলেন জয়ী টাকায় কিনে সেনা বেইমানেরই বেইমানিতে ইরাক হল কেনা। ---------xx-------- Ali Hossain H/O : Asraf Ali Nasker Brahmapur, Battala Bazar ( Near Post Office ) Kolkata-7000 96
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলাম খাবার নাম মাছভাজা হল ফিসফ্রাই আর সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ, নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট এলো, চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার মাল পাঁচে নিলাম স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে