মানব যখন দানব সাজে আলী হোসেনের রাজনৈতিক ছড়া ইরাক ২১ মার্চ ২০০৩, বিমান হামলার সময় বিস্ফোরণ মানব যখন দানব সাজে বিবেক ওঠে লাটে মানব শিশু পায় না যিশু মসজিদ কিম্বা মঠে। যিশুর দেশে শিশু কাঁদে বুশের খুশি ঠোঁটে টনির কাঁধের শনি হাসে মরুর মাঠে-ঘাটে। গণতন্ত্রের গায়ক যারা গণহত্যায় মাতে গণের বুকে বুলেট চালায় লজ্জা হয় না তাতে। লজ্জা হল নারীর ভূষণ বীরের নাহি সাজে বুশ ব্লেয়ার বীর ও পুরুষ বিশ্ব বকছে বাজে। মুক্তি দেওয়ার যুক্তি দিয়েই বীরের ঘুষোঘুষি টনির টনক তেলের টানে এখন বেজায় খুশি। ঘুষ দিয়ে বুশ হলেন জয়ী টাকায় কিনে সেনা বেইমানেরই বেইমানিতে ইরাক হল কেনা। ---------xx-------- Ali Hossain H/O : Asraf Ali Nasker Brahmapur, Battala Bazar ( Near Post Office ) Kolkata-7000 96
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------