মানব যখন দানব সাজে
আলী হোসেনের রাজনৈতিক ছড়া
ইরাক ২১ মার্চ ২০০৩, বিমান হামলার সময় বিস্ফোরণ |
বিবেক ওঠে লাটে
মানব শিশু পায় না যিশু
মসজিদ কিম্বা মঠে।
যিশুর দেশে শিশু কাঁদে
বুশের খুশি ঠোঁটে
টনির কাঁধের শনি হাসে
মরুর মাঠে-ঘাটে।
গণতন্ত্রের গায়ক যারা
গণহত্যায় মাতে
গণের বুকে বুলেট চালায়
লজ্জা হয় না তাতে।
লজ্জা হল নারীর ভূষণ
বীরের নাহি সাজে
বুশ ব্লেয়ার বীর ও পুরুষ
বিশ্ব বকছে বাজে।
মুক্তি দেওয়ার যুক্তি দিয়েই
বীরের ঘুষোঘুষি
টনির টনক তেলের টানে
এখন বেজায় খুশি।
ঘুষ দিয়ে বুশ হলেন জয়ী
টাকায় কিনে সেনা
বেইমানেরই বেইমানিতে
ইরাক হল কেনা।
---------xx--------
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন