শুঁয়োপোকা নিয়ে ছড়া কবিতা : শুঁয়োপতি। লিখছেন আলী হোসেন।
ছোট্ট ছোট্ট পা ঘুরতে থাকে গাঁরঙিন ফুলে চোখ বেঁধে যায়
মন যে সরে না,
সবুজ পাতার নেশায় মাতে
গালভরা সব রূপকথাতে
এর দেখা যে মোটেও পাবেনা।
সজনে গাছের গোড়ায় ভোরে
কিংবা সবুজ পাতার পরে
ঘাপটি মেরে দিন যে কাটে তার
দিনের শেষে রাত্রি এলে
আনন্দে সে হাত-পা মেলে
যার খায় তার মটকে ধরে ঘাড়
এরপর সেই সুদিন এলে
ছোট্ট রঙিন পাখা মেলে
ফুল ফুল তার ফুলের হলে বাড়,
গুনগুনিয়ে গান ভাঙে আর
পাল তুলে দে বাতাস গাঙে
ভুবন ভোলায় আঁকড়ে ধরে দাড়।
---------------
📗 ছড়াকার আলী হোসেনের লেখা ছড়া 'শুঁয়োপতি'। ছড়াটি 'নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ' কর্তৃক প্রকাশিত 'আলোর ফুলকি' পত্রিকায় ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।
👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
১) প্রকৃতি বিষয়ক ছড়া
ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন।
২) রাজনৈতিক ছড়া
এটা ছড়াকার আলী হোসেনের রাজনীতি বিষয়ক ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের পাশে থাকুন।
৩) উৎসব বিষয়ক ছড়া
বাংলা ও বাঙালির অস্তিত্বের ভিত্তি-ভূমি হচ্ছে বাংলার উৎসব। জাতি-ধর্ম-বর্ণের বেড়াজালকে ছিন্ন করে বাঙালি মেতে ওঠে উৎসবে। ছড়াকার আলী হোসেনের বাংলা ও বাঙালির (ইদ ও দুর্গোৎসব) উৎসবকে সমানে রেখে লিখেছেন একাধিক জনপ্রিয় ছড়া-কবিতা ও ছড়া। এটা তাদের নিয়ে তৈরি (ছড়া বা ছড়া কবিতাগুলোর) সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন।
৪) সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক ছড়া
বাংলার সম্প্রীতির সুতোয় বোনা আলখাল্লা আর নামাবলীর সহবস্থানের ইতিহাস অতি পুরোনো। কিন্তু তবুও অসৎ জনের লালসার স্বীকার হতে হয়েছে বাঙ্গালিকে বহুবার। সম্প্রীতি আর সাম্প্রদায়িকতার এই কাঁচা উঠনে রক্তচক্ষু নিয়ে তারা মুখোমুখি হয়েছে মাঝে মাঝেই। ছড়াকার আলী হোসেন কী চোখে দেখন বিষয়টিকে? এই প্রশ্নের উত্তর পেতে একবার চোখ রাখুন 'সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক ছড়াগুলোর ওপর। ওপরের লিঙ্কে ক্লিক করুন যদি মন চায়।
৫) শিক্ষামূলক ছড়া
ছড়াকার আলী হোসেন জগৎ সংসারকে দেখেছেন তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে। তার ঠিক-বেঠিক বিচারের ভার পাঠকের। মানুষ ও প্রকৃতি সমন্বয় সম্পর্ক কেন্দ্রিক শিক্ষামূলক ভাবনা তিনি যা ভেবেছেন তা রেখেছেন এই সংকলনে। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত বিনিময় করুন এবং ছড়াকারের সাথে থাকুন।
অসাধারন প্রকৃতির ভাব চিত্রায়িত হয়েছে
উত্তরমুছুন