১
আঁধার রাতে সাতটি তারা আকাশ ডিঙি বায়
তাদের একটি আমায় ডেকে
আড়চোখেতে একটু দেখে
বললো হেসে ভাবছি আমি
ফুলের চেয়ে বেশি-ই দামি
তোমার মুখের ছায়ায় দেখি স্বপ্ন বোনা যায়।
২
তোমার স্বপ্ন আমায় দিও সেটাই আমার হবে
সেটা ছুঁয়েই দেখবো আমি
ফাগুন রঙা আকাশ নামি
আসছে ভোরের আলো নিয়ে
আমার স্বপ্ন তাকেই দিয়ে
থাকবো আমি অপেক্ষাতেই আসবে তুমি কবে।
** ছড়াক্কায় (সতীশ বিশ্বাস) পাঠানো হয়েছে।
3
আসছি আমি বলছি তোমায় একটু মনে রেখো
আকাশ ডিঙ্গায় যাচ্ছি আমি
তোমার চেয়ে নেই যে দামি
ভাবছি আমি ভাবছো কিনা
বাজছে আমার মনের বীণা
তার সাথে সুর মিলছে কিনা একটু ভেবে দেখো
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন