জোনাকি
আলী হোসেন
জোনাকি সম্পর্কে ছড়া। লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন।
![]() |
জোনাকি - আলী হোসেন |
জোনাক জোনাক জোনাকি
তোর পিছনে সোনা কী?
দেখতে লাগে ভালো,
তার চেয়ে তুই ভালো হবি
জ্বলবি হয়ে সন্ধ্যারবি
ঝুপড়ি গুলোয় আলো।
জোনাক জোনাক জোনাকি
তোর মনেতে আছে কী?
ভাবছি বসে তাই,
ভাবতে বসে তোর কথাতে
মুর্খগুলোর চোখ জ্বালাতে
তোর তুলনা নাই
জোনাক জোনাক জোনাকি
শুনতে আছে মানা কী?
একটুখানি থাক,
তোর ধর্ম দিয়ে তাদের
চোখ থাকতে অন্ধ যাদের
একটু ভালো রাখ।
পাঠকের মতামত দেখুন ফেসবুক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন