ইদের সকাল আজ এসেছে
আঁধার নিয়ে মাঝে
অন্য সুখে,
ইদগাহ আজ থাকবে ফাঁকা
সকাল থেকে সাঁঝে
শুন্য বুকে।
শুন্য বুকে টান ধরেছে দেখি
সময় ক'রে মান
শূন্য মনে,
গোদের ওপর বিষফোঁড়া সে
করোনা আমফান
এ দুর্জনে।
কোলাকুলি নয় খোলাখুলি
সময় বলছে আজ
শোনো ভাই,
মনে সবার মন মিশিয়ে দাঁড়া
শিকেয় তুলে সাজ
এটাই চাই।
মন দিয়ে মন কাছে এসো তুমি
দুহাত দূরে তাদের
পাশাপাশি,
হাত সরিয়ে ঈদের খুশির ভাগ
বিলিয়ে হও ওদের
মুখের হাসি।
বুকে বুকে বুক মেলানোর খুশি
বিলিয়ে দিয়ে সুখ
ওদের ঘরে
কাছে আসি তুমি এবং আমি
বাঁধতে ভাঙা বুক
নিঃস্ব ক'রে।
দেখুন ফেসবুকে এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন