◾আঁট জুব্বার
◾আলী হোসেন
ছিঁচকে চোরে সিদ কেটেছে
আমায় বেঁধে রেখে
ছাপোষা তাই ভয় পেয়েছি
সেই চোরকে দেখে
আঁট-জুব্বার মালকোঁচা দেয়
ঝাঁপায় যেন বাঘ
একবার কেন বললি না তুই
আমায় চিনে রাখ
ভয় কেন পাস আমি আছি
বনের সিংহ রাজ
কোন দিকে সে গেলো এখন
দেখেই নেবো আজ
এদিক থেকে ওদিকে মাপ
ছাতিতে ছাপ্পান্ন
ইঞ্চি দেখে কাঁপবে ডাকাত
পাক চিনাদের সৈন্য
ভাবছি আমি ভাবছে সবাই
ভুল করেছি বটে
ভয় পেয়েছি বৃথাই আমি
বুদ্ধি নেই যে ঘটে
এখন সময় হুলো বিড়াল
মিয়াও করল যেই
এদিক-ওদিক তাকিয়ে দেখি
আঁট-জুব্বার নেই
এদিক খুঁজি ওদিক খুঁজি
এখন করি কি যে!
আঁট-জুব্বার লুকিয়ে দেখি
আছে খাটের নিচে
---------////-------
ফেসবুক দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন