সকাল বিকাল সন্ধ্যে, কেন থাকবে মন ধন্দে
দেশের মাথা হবে নিচু
বললে প্রজা এমন কিছু
জেলের ঘানি টানবে নিয়ম তারা
নেতায় যদি করবে এমন
শুনবে প্রজা যেমন তেমন
বলবেই না কোনো কথা, দেশের ভালো মন্দে
দেশের ভালো মন্দ, কেন থাকবে মনে দ্বন্দ্ব
দেশের ক্ষতি হবে কোন
করলে কাজ এমন কোন
জামিন পেতেই জীবন যাবে মারা
নেতায় যদি করে এমন
কেঁদে ভাসায় মায়ে যেমন
তেমন করে কাঁদবে প্রজা, থাকবে কেন সন্দ
কাঁদবে প্রজা কাঁদবে, কেন থাকবে তাতে সন্দ
নেতার জন্য জীবন দিয়ে
ফাঁসির দড়ি গলায় নিয়ে
দেখি নেতার গদি পাক্কা করে যারা
পথের ধারে শহিদ-স্মৃতি
পিছিয়ে পড়া মানুষ-কৃতী
হবেই হবে জানবে মানুষ, বলবে কেন মন্দ
উৎস জানতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন