ছড়া : মিডিয়া ভাইরাস
লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন
করোনায় কাবু গোদি বাবুমুচকি হাসে গোঁফে
সবাই ভাবে সবিস্ময়ে
প্রাণ দিচ্ছে সোপে
তিনি
দেশের কথা ভেবে
তাই না দেখে হঠাৎ ক্ষেপে
ছবির মাসি বলে
ভেক ধরেছে গোদি বাবু
দেশ বেচবে বলে
উনি
সব বিকিয়ে দেবে
এসব শুনে আঙ্গুল গুনে
সূর্য মামা বলে
কারো কথায় কান দিও না
সবাই চোরের দলে
দেখো
অর্থশাস্ত্র খুলে
আমি বোকা বৃদ্ধ খোকা
অবাক হয়ে ভাবি
সত্যি কারা বলছে বোঝার
কোথায় পাবো চাবি
দেখি
মিডিয়াটা খুলে
অর্ন গোসাই বিদ্যে বোঝাই
বোঝায় বড় ভালো
গোদি বাবুই সাচ্ছা প্রেমিক
আর সকলে কালো
তিনি
আলোর দেরিয়াস
জবাব খুঁজে মুখটা বুজে
নাচছি তা থই আজ
যুক্তি এসে মুচকি হেসে
বলছে, গণরাজ
ওটা
মিডিয়া ভাইরাস
------//------
রচনা ঃ ২৫/০৪/২০২১
◾খৃষ্টপূর্ব ৬ষ্ঠ শতকের পারস্যরাজ সাইরাজ বা কাইরাজ (আনুমানিক খৃষ্টপূর্ব ৫৫৮-৫৩০) ও দরায়ুস বা ডেরিয়াস (আনুঃ খৃঃ পূর্ব ৫৫২-৪৮৬) ভারত আক্রমণের জন্য সিন্ধু নদের তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন।
কাইরাস বংশের তৃতীয় সম্রাট দেরিয়াস বা দরায়াস, গ্ৰীকবীর আলেকজাণ্ডারের কাছে আরবেলার যুদ্ধে (খ্রীঃ পূঃ ৩৩২ অব্দে ) পরাস্ত হলে ভারতে পারসিক আধিপত্যের অবসান ঘটে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন