আলী হোসেনের কবিতা : শীতলকুচি
বৈশাখ তুমি আবার ফিরে এলেআমের গন্ধে হাওয়ায় দোলা শীষে
হঠাৎ মুকুল কুয়াশায় গেল ঢেকে
শীতলকুচির দমকা হাওয়া মিশে
দমকা হওয়ায় বাজলো বিষের বাঁশি
আনন্দ আর নূর আলমের শিবে
কালবৈশাখী হঠাৎ খেলো গিলে
আঠারোর তেজ জ্বলেই গেল নিভে
নিভলো বাতি আঠারোর উল্লাসে
রক্ষক যে, ভক্ষক হল সে-ই
শীতলকুচির শীতল হওয়ায় ভেসে
ভুলিয়ে দিল ক্ষুধার যে জাত নেই
বৈশাখ তুমি এ কোন সকাল দিলে
রাম-রহিমের বুকের মধ্যে বুনে
সৌহার্দ্যের বৃষ্টি ভেজা সিন্ধু
শুকিয়ে গেল বিভেদী সুর শুনে
যারা, বিভেদী সুর বাজায় নিত্যদিন
বৈশাখ তুমি কাল হয়ে তার ঘাড়ে
মরন সে বীন বাজিয়ে দিও এসে
যেন, রাত পোহালে বিভেদপন্থী হারে
--------////---------
রচনাকাল ঃ ১৫/০৪/২০২১, সকাল ০৮ : ৫৬
🔳 শিব’ শব্দের বর্ণ অনুসারে ব্যাখা শিবপুরানের একস্থানে দৃষ্ট হয়। শ+ই+ব= শিব। ‘শ’ কার শব্দের অর্থ নিত্য সুখ ও আনন্দ । ‘ই’ কার শব্দের অর্থ পুরুষ এবং ‘ব’ কার শব্দের অর্থ অমৃতশক্তি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন