শুঁয়োপোকা নিয়ে ছড়া কবিতা : শুঁয়োপতি। লিখছেন আলী হোসেন। ছোট্ট ছোট্ট পা ঘুরতে থাকে গাঁ রঙিন ফুলে চোখ বেঁধে যায় মন যে সরে না, সবুজ পাতার নেশায় মাতে গালভরা সব রূপকথাতে এর দেখা যে মোটেও পাবেনা। সজনে গাছের গোড়ায় ভোরে কিংবা সবুজ পাতার পরে ঘাপটি মেরে দিন যে কাটে তার দিনের শেষে রাত্রি এলে আনন্দে সে হাত-পা মেলে যার খায় তার মটকে ধরে ঘাড় এরপর সেই সুদিন এলে ছোট্ট রঙিন পাখা মেলে ফুল ফুল তার ফুলের হলে বাড়, গুনগুনিয়ে গান ভাঙে আর পাল তুলে দে বাতাস গাঙে ভুবন ভোলায় আঁকড়ে ধরে দাড়। --------------- 📗 ছড়াকার আলী হোসেনের লেখা ছড়া 'শুঁয়োপতি'। ছড়াটি 'নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ' কর্তৃক প্রকাশিত 'আলোর ফুলকি' পত্রিকায় ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়। 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। ১) প্রকৃতি বিষয়ক ছড়া ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন। ২) রাজনৈতিক ছ...
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------