শুঁয়োপোকা নিয়ে ছড়া কবিতা : শুঁয়োপতি। লিখছেন আলী হোসেন। ছোট্ট ছোট্ট পা ঘুরতে থাকে গাঁ রঙিন ফুলে চোখ বেঁধে যায় মন যে সরে না, সবুজ পাতার নেশায় মাতে গালভরা সব রূপকথাতে এর দেখা যে মোটেও পাবেনা। সজনে গাছের গোড়ায় ভোরে কিংবা সবুজ পাতার পরে ঘাপটি মেরে দিন যে কাটে তার দিনের শেষে রাত্রি এলে আনন্দে সে হাত-পা মেলে যার খায় তার মটকে ধরে ঘাড় এরপর সেই সুদিন এলে ছোট্ট রঙিন পাখা মেলে ফুল ফুল তার ফুলের হলে বাড়, গুনগুনিয়ে গান ভাঙে আর পাল তুলে দে বাতাস গাঙে ভুবন ভোলায় আঁকড়ে ধরে দাড়। --------------- 📗 ছড়াকার আলী হোসেনের লেখা ছড়া 'শুঁয়োপতি'। ছড়াটি 'নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ' কর্তৃক প্রকাশিত 'আলোর ফুলকি' পত্রিকায় ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়। 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। ১) প্রকৃতি বিষয়ক ছড়া ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন। ২) রাজনৈতিক ছ...
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলাম খাবার নাম মাছভাজা হল ফিসফ্রাই আর সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ, নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট এলো, চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার মাল পাঁচে নিলাম স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে