আলী হোসেনের ছড়া / আলোর দশা / রাজনৈতিক ছড়া
আমার জন্য তোমার কথা তোমার জন্য আমারভাবতে এখন খটকা লাগে
বিশ্বাসেতেও আঁচড় জাগে
রাগে অনুরাগে জমে, মেঘের মত দ্বেষ
মন জানে না কেন।
ভালোবাসার জন্য দামি জনে’র চেয়ে মনই মানি
জাতের বেড়ার আগল ভেঙে
ভালোবাসার ডিঙায় রেঙে
তোমার মন পাড়ি দিতে, ভয় যে লাগে বেশ,
মন জানে না কেন।
পশুর চেয়ে দামি আমি বুক বাজিয়ে বলতে তুমি
আজ বললে বিপদ বাড়ে
দৈর্ঘ্য প্রস্থে এবং আড়ে
সহজ পাঠের শেষে দেখি, বেড়েই চলে দ্বেষ,
মন জানে না কেন।
মন জানে না মনের কথা বলছি যখন যথা তথা
একরত্তি আলোর খাতা,
আলতো ছুঁয়ে চোখের পাতা
বলল দেখ, তোমার ‘আলোর দশা’ শেষ
--------------xx----------------
Khub sundor uncle
উত্তরমুছুনঅনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
মুছুন