বৃষ্টি ভেজা সন্ধ্যাতে তোমার খোলা জানলাতে
দাড়িয়ে আছো চুপটি করে
আমায় দেখবে বলে,
বৃষ্টি হয়ে নামবো যখন একটু ছুঁয়ে দেখবে তখন
ভিজবে তুমি দাড়িয়ে খোলা চুলে
একটু ছোঁবে বলে
তুমি আমায় দেখবে বলে
আঁধার ছুঁয়ে যখন তুমি জাগবে সারা আকাশ চুমি
আমায় ভেবে চুপটি করে
তাকিয়ে থেকো একটু দূরে
আঁধার রাতের জোসনা নিয়ে সাত মহাদেশ পাড়ি দিয়ে
বাঁধবো গান এক তোমার জন্য
একটু শুনবে বলে
তুমি আমায় দেখবে বলে
নতুন সুরে ভাসবে তুমি জাগবে তাতে এ মন ভূমি
ফিরবে এ মন তোমার জন্য
স্বপ্ন ফেরি করে
সেই স্বপ্নে ভাসিয়ে ভেলা রামধনুতে রাঙিয়ে বেলা
আনবো বাতাস তোমার জন্য
বইবে সুরে সুরে
আসবে তুমি বলে
তুমি আমায় দেখবে বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন