যে যায় লঙ্কায়
আলী হোসেন
চ্যাং বলে ব্যাঙকে, কেন ডাকিস ঘ্যাঁঘোকান-মাথা ধরে যায় ডেকে যাস ম্যা-গো
ব্যাঙ বলে শোন্ চ্যাঙ চোখ কান খুলে
বেশি কথা বলবি তো দেবো কান মুলে
এ রাজ্যের রানি আমি, রাজা তাই বর
প্রজা হয়ে দোষ ধরিস, তুই তো বর্বর!
চ্যাং বলে, সেকি কথা আইন তো জোর
ডেসিবেল মেনে চলা উচিৎ না তোর!!
ব্যাঙ বলে, আরে বোকা দেখ তুই চোখে
অহেতুক মরলি তো শুধু বকে-শোকে
যে রাজা করে আইন ভাঙে সেই জন
না জানলে জান আগে, শোন দিয়ে মন
চ্যাং বলে শোন্ ব্যাঙ আইন তো সবার
সেটাই তো মেনে হবে, যা কিছু হবার
ব্যাঙ বলে শোন্ চ্যাং বকিস না মেলা
চারিদিকে ঘোরে দেখ মোর চেলাবেলা
আইন যে করে জানিস তার অধিকার
আইনকে মানা কিম্বা তাকে বধিবার
আইনকে মানা কিম্বা তাকে বধিবার
চ্যাং বলে, শোন্ ব্যাঙ তুই হ’লি রানি
আমরা মানছি বলে তুই হলি মানি
রানি বলে চুপ যা, কথা শোনে মা-বোন
যে-ই যায় লঙ্কায় সে-ই হয় রাবণ
---------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন